Cheap Web Hosting
100% - %40
Cheap Web Hosting
Valid From : New order/Transfer1st/year
1st/year
1st/year
1st/year
1st/year
1st/year
1st/year
১০০ টাকায় ১ জিবি হোস্টিং প্রতি মাস।
৫০ জিবি ব্যান্ডউইথ।
এই প্যাকেজটির সহ আমাদের সকল হোস্টিং প্যাকেজের সাথে আজীবন ফ্রি SSL সার্টিফিকেট পাবেন।
সাথে কোন ডোমেইন ফ্রি নাই।
এই প্যাকেজটি শুধু মাত্র তাদের জন্য যারা এর আগে আমাদের হোস্টিং ব্যবহার করেন নি।
এই প্যাকেজটি এক মাস ব্যবহার করে দেখতে পারেন যদি ভাল লাগে তাহলে এক বছর এর জন্য অর্ডার করতে পারেন।
এই প্যাকেজটি এক বছর এর জন্য অর্ডার করলে ৪০% ছাড় পাবেন।
এই প্যাকেজটির মূল্যে এক মাস ১০০ এক বছর ৬০০ টাকা, রিনিউ ১০০০ টাকা প্রতি বছর।
ছাড় শুধু মাত্র এক বছর এর জন্য অর্ডার করলেই পাবেন এবং রিনিউ রেগুলার ফি। এই প্যাকেজটি রেগুলার ফি ১০০০ টাকা প্রতি বছর।
আপনি চাইলে এই প্যাকেজটি এক বছরের জন্য নিতে পারেন, এই প্যাকেজটি এক বছরের জন্য ৬০০ টাকা, রিনিউ ১০০০ টাকা প্রতি বছর।
আমরা ডোমেইনে কোন প্রকার অফার বা ছাড় দেই না।
Cheap Web Hosting
Valid From : New order/TransferPremium Web Hosting
Valid From : New order/TransferCheap Reseller Hosting / Premium Reseller Hosting
Valid From : New order/Transferউত্তরঃ ডোমেইন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান। ওয়েরসাইট করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটের একটি নাম দিতে হবে। আর ওয়েবসাইটের সেই নামকেই বলা হয় ডোমেইন। যে নামের মাধ্যমে আপনার ওয়েবসাইট লোকজন খুজে পাবে সেটাই হলো ডোমেইন। যেমন আমরা ফেইসবুক কে খুজে পাই www.facebook.com দিয়ে। গুগল কে অমারা খুজেপাই www.google.com দিয়ে। যে নাম দিয়ে আপনার ওয়েবসাইট একজন লোক ভিজিট করবে সেটাই হলো আপনার ওয়েবসাইটের ডোমেইন । ডোমেইন শুধুমাত্র .com দিয়েই হবে সেরকম নয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডোমেইন লোকজন ব্যবহার করে। ব্যবসা বা সাধারন ব্যবহারের জন্য সবাই .com ই ব্যবহার করে। তবে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য লোকজন বিভিন্ন ডোমেইন এক্সটেনশন ব্যবহার করে যেমন: অরগানাইজেশনের জন্য .org, নেটওয়ার্কিং সাইটের জন্য .net (www.hostseba.com), ইনফরমেশন সাইটের জন্য .info ইত্যাদিসহ আরও অনেক ধরনের ডোমেইন ব্যবহার করা হয়।
উত্তরঃ কোন তথ্যকে অন্যের কাছে তুলে ধরার সবচেয়ে জনপ্রিয় ও সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। আজকের কম্পিউটার ব্যবহারকারী মাত্রই ওয়েবসাইট সম্পর্কে অবগত আছেন। সহজ ভাষায় বলা যায়,ওয়েবসাইট হল আপনার তথ্যকে অন্যের সামনে উপস্থাপন করার রাস্তা- সেটা টেক্সট বা মাল্টিমিডিয়া (যেমনঃ ছবি, অডিও বা ভিডিও) যে কোন ধরনের হতে পারে। ওয়েবসাইটে সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা ওয়েব ডেভেলপারের কাজ। আর আপনার ওয়েবসাইটটি অন্যদের দেখার জন্য উপযোগী করাই ওয়েব হোস্টিং নামে পরিচিত।আপনার ওয়েবসাইটটিকে যদি তুলনা করা হয় আপনার প্রতিষ্ঠানের অফিস বিল্ডিং হিসাবে, তবে তার তথ্য বা কনটেন্ট হবে এর আসবাবপত্র। আর ওয়েবসাইট ডেভেলপ করাকে তুলনা করা যাবে বাড়িটি তৈরি করার সাথে। সেক্ষেত্রে ওয়েবসাইট হোস্টিংকে তুলনা করা যায় আপনার অফিস বিল্ডিংয়ের জন্য জায়গা কেনা এবং সে জায়গায় বাড়িটি তৈরি করার সাথে। তবেই ভিজিটররা ওয়েবসাইটি ব্যবহার করার সুজোগ পাবে। হেস্টিং কয়েক ধরনের হতে পারে যেমন: Shared Hosting, Dedicated Hosting, Vertual Private Server ইত্যাদি, বিস্তারিত নিচে আলোচনা করা হল
উত্তরঃ ব্যান্ডউইথ হল প্রতিবার পাঠক / দর্শক যতগুলো পেজ আপনার ওয়েবসাইট ভিজিট করে, ততগুলো পেজ, ছবি, গান, ভিডিও অর্থাৎ ওইসব পেজে যা কিছু আছে সবগুলোই পাঠকের কম্পিউটারে ডাউনলোড হয়। প্রাথমিক অবস্থায় একটা সাইটের ১ জিবি ব্যান্ডউইথ ও যথেষ্ট। পারসোনাল সাইটের জন্য এর চেয়ে বেশি লাগার কথা না। আর আপনার সাইটে যদি প্রচুর ইমেজ, ভিডিও ইত্যাদি থাকে তাহলে প্রচুর ব্যান্ডউইথ লাগতে পারে। ১০-১০০ জিবি অথবা তারচেয়ে ও বেশি।
উত্তরঃ ডোমেইন অংশটিও ডোমেইন ও সাব ডোমেইনে বিভক্ত। অর্থাৎ একটি সাব ডোমেইন একটি বৃহত্তর ডোমেইনের একটি সাবসেট বা ছোট অংশ। সাব ডোমেইনেকে বিভক্ত করার জন্য (period) চিহ্নটি ব্যবহার করা হয়। যেমন hostseba.com অংশে hostseba এবং com দুটি আলাদা সাব ডোমেইন।
ইন্টারনেট অ্যাড্রেসে ব্যবহৃত সর্বশেষ সাব ডোমেইনেকে Top level domain হিসেবে অভিহিত করা হয়। এটি দেখে সহজেই বুঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের। টপ লেভেল ডোমেইনসমূহকে আবার জেনেরিক (Generic) এবং কান্ট্রি এ দুটি বৃহৎ ভাগে ভাগ করা হয়েছে। নিচের টেবিলে সাত ধরনের Generic Top level domain দেখানো হলো-
উত্তরঃ আমরা রেখেছি আপনার জন্য সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট মেথুড। যাতে আপনাকে বিল পরিশোধ করার জন্য ঝামেলা পোহাতে না হয়। আমরা অনলাইন অফলাইন দুই ধরনের পেমেন্ট নিয়ে থাকি। বিকাশ ০১৭৬২৩৯৬৩৮৭ (পারসনাল), রকেট ০১৭৬২৩৯৬৩৮৭০ (পারসনাল), মাস্টারকার্ড (Inside Online payment page) পেপাল (Inside Online payment page) DBBL Nexus অ্যাপে পেমেন্ট করতে পারবেন।
উত্তরঃ হ্যাঁ, আমরা ডোমেইন হোস্টিং কেনার পর সাপোর্ট দিয়ে থাকি। আমরা আমাদের সকল ক্লায়েন্টকে ফোনে সাপোর্ট দিয়ে থাকি। আপনি যেকোন সমস্যার জন্য ফোন কলের মাধ্যমে সমাধান পেতে পারেন। টেকনিক্যাল সাপোর্ট, সাপোর্ট টিকেট এর মাধ্যমে টিকেট ওপেন করে সাপোর্ট নিতে হবে। সাপোর্ট রেসপন্স ১০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে।
উত্তরঃ হ্যা, আমরা কোন প্রশ্ন ছাড়াই ৩০দিনের মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকি রেগুলার মূল্যে। তবে, কুপন কোড এর ক্ষেত্রে নির্দিষ্ট কারন জাস্টিফাই করে আমরা ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি।
উত্তরঃ হ্যাঁ, ডোমেইন হোস্টিং একসাথে ১ বছর এর জন্য কিনলে ছাড় পাবেন, তবে আমরা শুধুমাত্র হোস্টিং এর ক্ষেত্রে ৪০% ছাড় দিয়ে থাকি। ডোমেইনে আমরা কখনো কোন ছাড় বা অফার দেই না। তবে আপনি ডোমেইন ছাড়া ১ বছর এর জন্য হোস্টিং কিনলে ও ছাড় পাবেন।